spot_img

ক্ষমতায় জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় দরকার নির্বাচিত সরকার: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় দরকার নির্বাচিত সরকার। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মেলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি এই কথা বলেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেয়া উচিত।

এসময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে অবিচল থেকে স্বাধীনতার অর্জনে ঝাঁপিয়ে পড়েছেন, পালিয়ে যাননি। তখন সাহস করে কেউ স্বাধীনতার ঘোষণা করেনি।

জাহিদ হোসেন আরও বলেন, বিএনপির দেয়ার ৩১ দফা জনগণের অধিকার রক্ষার দফা। তিনি এও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে।

এসময় মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুরের ফ্যাসিস্ট শাসনে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেশের মানুষ। পরে কিছু পথভ্রষ্ট বিপথগামী সেনা অফিসার তাকে হত্যা করেছে। আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, জিয়াউর রহমান এসে দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন। তার যোগ্যতার কারণে ইরান-ইরাক যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ থেকে তাকে দায়িত্ব দেয়া হয়।

রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া ৩১ দফা জনগণের অধিকার রক্ষার দফা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। এসময় তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ রক্ষায় নির্বাচিত সরকার দরকার।

সর্বশেষ সংবাদ

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই একাদশ জানিয়ে দিলো ব্রাজিল

ইদানিং ক্রিকেটে ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করতে দেখা যায় পাকিস্তানকে। যদিও বাজবল তত্ত্ব চালুর পর ইংল্যান্ড ক্রিকেট দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ