spot_img

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

অবশ্যই পরুন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রোববার (১৭ নভেম্বর) বেবিচক সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে মালামাল নিলাম ও বিনষ্টকরণ প্রক্রিয়া সহজিকরণ, পর্যাপ্ত জনবল সন্নিবেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, ২৪ ঘণ্টা সেবা প্রদান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হালনাগাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিশদ আলোচনা হয়।

সাক্ষাতে এনবিআর, বেবিচক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

হামজার জোড়া গোলেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দলের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ