spot_img

অনুশীলনে চোটে পড়ে প্রথম টেস্টে অনিশ্চিত শুভমান গিল

অবশ্যই পরুন

বর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছে ভারত। অনুশীলনে চোটে পড়েছেন দলের নিয়মিত ব্যাটার শুভমান গিল। ওপেনিংয়ে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা। তাই ওপেনিং নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় কোচের কপালে।

শনিবার (১৬ নভেম্বর) ওয়াকা স্টেডিয়ামে অনুশীলনের সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন ভারতীয় দলের নিয়মিত এই ওপেনার।

সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ভারতের। নিজেদের মধ্যেই ভাগ হয়ে ম্যাচ খেলছে তারা। সেখানেই ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন গিল। চোট পান বাঁ হাতের আঙ্গুলে। পরবর্তীতে জানা যায়, গিলের আঙ্গুলে চিড় ধরেছে। তাকে দুই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে। সেক্ষেত্রে প্রথম টেস্টে তার মাঠে নামা অনিশ্চিত হয়ে গেলো।

এদিকে, শুক্রবার (১৫ নভেম্বর) রোহিত শর্মা দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। কিন্তু পার্থ টেস্টে শেষ পর্যন্ত রোহিত যোগ দিতে পারবেন কিনা, এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে ওপেনিং নিয়ে বেশ জটিল পরিস্থিতিতেই পড়েছে ভারত।

উল্লেখ্য, চলতি মাসের ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ার পার্থে হবে প্রথম টেস্ট।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ