spot_img

তারেক রহমানের জন্মদিন না পালনের নির্দেশ

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন না পালনের নির্দেশ দিয়েছে দলটি। আজ সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের জানানো যাচ্ছে যে, তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।

আরও বলা হয়, এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাঁধনের আবেগঘন পোস্ট

ঠিক একবছর আগে রক্তাক্ত জুলাইয়ের সাক্ষী হয়েছিল বাংলাদেশের জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এক হয়েছিল পুরো দেশ। রাজপথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ