চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিসিসিআই-এর কাছ থেকে এ সংক্রান্ত একটি মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের এই সিদ্ধান্ত টুর্নামেন্টটির আয়োজনে বড় সংকট দেখা দিতে পারে।
বিসিসিআই-এর পক্ষ থেকে মেইলটি গত সপ্তাহে আইসিসির কাছে পাঠানো হয়েছিল যা আনুষ্ঠানিকভাবে পিসিবিকে পাঠিয়েছে তারা।
পিসিবির একজন মুখপাত্র মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘পিসিবি আইসিসি থেকে একটি ইমেল পেয়েছে, যেখানে বিসিসিআই জানিয়েছে তাদের দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। পিসিবি তাদের পরামর্শ এবং নির্দেশনার জন্য ইমেলটি পাকিস্তান সরকারের কাছে পাঠিয়েছে।’
ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবার জানা। এর মধ্যেও ক্রিকেট দলের মধ্যে সফর ছিল প্রায় নিয়মিত। মাঝে দীর্ঘ বিরতি ছিল শুধু ১৯৬২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। ওই সময়ের মধ্যে দুবার যুদ্ধে জড়িয়েছিল দুই দেশ। একবার ১৯৬৫ সালে, আরেকবার বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময়। এর আগে-পরেও একাধিকবার সফর বাতিলের ঘটনা ঘটেছে। তবে একুশ শতকে কোনো যুদ্ধ না লাগলেও এক যুগ ধরে ভারত-পাকিস্তান একে অপরের দেশে সফর করে না।
যদিও পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছেন, ‘আজ পর্যন্ত একটি হাইব্রিড মডেল সম্পর্কে কোন আলোচনা করা হয়নি, এবং আমরা এই ধরনের একটি মডেল নিয়ে আলোচনা করতে প্রস্তুত নই।’
চ্যাম্পিয়নস ট্রফির ১০০ দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ।
এই দিনে লাহোরে ট্রফি নিয়ে একটা অনুষ্ঠানের প্রস্তুতিও নিয়েছিল আইসিসি। কিন্তু ভারত যেতে রাজি না হওয়ায় ইভেন্ট বাতিল করা হয়েছে। কারণ, কোন দল কোথায় খেলবে সেটি এখনও চূড়ান্ত করা যায়নি।