spot_img

হোয়াইট হাউসে বৈঠকে বসবেন বাইডেন ও ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন। আগামী বুধবার তারা বৈঠকে বসতে পারেন বলে শনিবার (০৯ নভেম্বর) হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন। খবর বিবিসি

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে ১৩১ বছরের রেকর্ড ভেঙে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, “প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে তিনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ওভাল অফিসে মিলিত হবেন।”

প্রসঙ্গত, ট্রাম্পকে নির্বাচন-পরবর্তী সময়ে জো বাইডেনের বিদায়ী আমন্ত্রণ এবং আগত প্রেসিডেন্টের বৈঠক যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্য। যদিও ২০২০ সালে ট্রাম্প বাইডেনের কাছে নির্বাচনে হারার পর ঐতিহ্য ভেঙে ফেলেন। তখন তিনি এই জাতীয় কোনও বৈঠকের আয়োজন করেন নি।

সর্বশেষ সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ