spot_img

সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও পাকিস্তান

অবশ্যই পরুন

ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতিতে অটল থাকার ঘোষণা দিয়েছে। দু’দেশের যৌথ সীমান্তে উগ্রবাদীদের তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ প্রত‍্যয় জানিয়েছে দু’দেশ।

পাকিস্তান সফররত ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোজ্জাতুল্লাহ কোরেইশি শুক্রবার ইসলামাবাদে স্বাগতিক দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফের সাথে সাক্ষাতে এ প্রত্যয় জানান।

সাক্ষাতে দু’দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে তা আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এ সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিবেশী এই দু’টি মুসলিম দেশ সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে, যা শতাব্দী প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে পরিচালিত।

তিনি আরো বলেন, ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বিশ্বের নিপীড়িত জাতিগুলোর প্রতি সমর্থনে যে অবিচলতা দেখাচ্ছেন সেজন্য পাকিস্তান তার প্রতি কৃতজ্ঞ।

জেনারেল কোরেইশি ও তার সফরসঙ্গীরা শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আলী এইচআই’র সাথেও বৈঠক করেছেন। এছাড়া, ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনীর উপ প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ