দুঃসময়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। কিছুতেই যেন বের হতে পারছে না তার থেকে। শারজায় আফগানিস্তানের সাথে অসহায় হার দলের করুণ অবস্থার বার্তা দেয়। অবশ্য এই হার নিয়ে বেশি মাথা ঘামাতে চায় না বাংলাদেশ।
এই হারের ক্ষত সামলে সামনের দিকেই নজর সহ-অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া মেহেদী মিরাজের। শেষ দুই ওয়ানডেতে জিতে সিরিজ নিজেদের নেয়াই লক্ষ্য এই অলরাউন্ডারের। তবে কাজটা যে সহজ হবে না, তা জানেন তিনিও।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করা আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টাইগাররা আটকে দেয় ২৩৫ রানে। জবাব দিতে নেমে ২ উইকেটে ১২০ রান তুলে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে এরপর মাত্র ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় দল। হেরে যায় ৯২ রানে।
আগামীকাল (শনিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যেখানে আফগানরা মাঠে নামবে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে, বাংলাদেশের চাওয়া সিরিজ বাঁচানো। শারজায় দুই দলের লড়াই শুরু হবে বিকেল ৪টায়।
তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন মেহেদী মিরাজ। জানান সেদিনের সেই নাটকীয় হারের কারণ। সেই সাথে এমতাবস্থায় নিজেদের করণীয় সম্পর্কেও ধারণা দেন গণমাধ্যমকে।
তাছাড়া এক ম্যাচ হেরে বাংলাদেশের সকল অর্জন মাটিতে মিশে গেছে মানছেন না মিরাজ। বলেন, ‘আফগানিস্তানের সাথে এর আগে তো আমরা অনেক জিতেছি। ব্যাপারটা এমন না যে আমরা ওদের সাথে একটা ম্যাচ হেরেছি আর আমাদের সব চলে গেছে। এরকম কোনো কিছু না।’
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই ভালো মানের। আপনি কখনই কোনো দলকে ছোট বলতে পারবেন না। সুতরাং আমরা যেটা চেষ্টা করছি, একটা ম্যাচ আমাদের খারাপ হয়েছে। আমরা হয়ত যেভাবে আশা করেছিলাম, উইকেটটা আমাদের সাথে আচরণ করেনি।’
এরপর ম্যাচ হারার দায় নিজেদের কাঁধে বর্তায়ে মেহেদী মিরাজ বলেন, ‘আমরা যারা সেট ব্যাটার ছিলাম তাদের দায়িত্বটা নেয়া উচিত ছিল। আমরা ভুল করেছি। দু’জন (মিরাজ ও শান্ত) যেভাবে সেট ছিলাম, একজনের ফিনিশ করা উচিত ছিল।’
তবে সামনের ম্যাচগুলোয় আর কোনো ভুল করতে চান না মিরাজ। বাকি দুটো ম্যাচ জিতে নিশ্চিত করতে চান সিরিজ। ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। আঙুলে চোট পাওয়ায় সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার অভাববোধের কথা জানিয়েছেন মিরাজ। বলেন, ‘মুশফিক ভাইয়ের চোট আমাদের জন্য দুঃখজনক। মুশফিক ভাই দলে কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। কারণ, তিনি যেভাবে ক্রিকেট খেলেন এবং দেশকে সার্ভিস দিয়ে গেছেন। সেটা অসাধারণ।’