spot_img

বায়ুদূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

অবশ্যই পরুন

বায়ু দূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এ নিয়ে অধিদফতরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না বলেও নিশ্চিত করেন সৈয়দা রিজওয়ানা হাসান। পূর্বে একই জায়গায় অসংখ্য ইটভাটার অনুমোদন কীভাবে দেয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এদিন পরিবেশ অধিদফতরের নিজস্ব সক্ষমতা বাড়ানোর প্রতিও জোর দেন পরিবেশ উপদেষ্টা।

এ সময় বিশ্ব ব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার জানান, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণ রোধের টার্গেট পুরণ করতে হলে এখন থেকে কাজ করতে হবে।

সর্বশেষ সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ