spot_img

দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজনের মৃত্যু

অবশ্যই পরুন

দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে একজন রোগী মারা গেছেন। তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

আজ মঙ্গলবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন বলেন, তিন দিন আগে ৬৫ বছর বয়সী একজন রোগীর মৃত্যু হয়েছে। এই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ছিল। তার কিডনির সমস্যা ছিল। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় বোঝা যায়নি যে, তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর এটা জানা গেছে।

গত ৮ মে এবং ২৩ মে দেশে ব্ল্যাক ফাঙ্গাসে দুইজন ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তাদের একজন রোগী এখনো বারডেম হাসপাতালে ভর্তি আছেন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত অনুমোদন করল আয়ারল্যান্ড

সকল প্রক্রিয়া শেষে প্রথমবারের মতো ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড। কয়েক মাস আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল দেশটি। বুধবার (৭ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ