spot_img

মোস্তাফিজ থাকায় আমার কাজটা সহজ হচ্ছে : সাইফউদ্দিন

অবশ্যই পরুন

মোস্তাফিজ-সাইফউদ্দিন। দু’জনের বয়স কাছাকাছি। বয়স ভিত্তিক ক্রিকেট থেকে বেড়ে উঠেছেন দুজনই। মোস্তাফিজের সাথে বোলিং পার্টনারশিপটা দারুণ উপভোগ করছেন সাইফউদ্দিন।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বাধিক ২০ উইকেট পেয়েছেন বাঁ হাতি কাটার মাস্টার মোস্তাফিজ। সেখানে সাইফউদ্দিন পেয়েছেন দ্বিতীয় সর্বাধিক ১৩ উইকেট। মোস্তাফিজ এক এন্ড থেকে আক্রমনাত্মক বোলিং করায় অন্য এন্ডে সাইফউদ্দিনের কাজটা সহজ হয়ে যাচ্ছে।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তার প্রতিফলনই পড়েছে। আক্রমনাত্মক বোলিংয়ে মোস্তাফিজ তিন উইকেট পেয়েছেন (৩/৩৪)। অন্য এন্ডে সাইফউদ্দিন পেয়েছেন ২ উইকেট (২/৪৯)। মোস্তাফিজ থাকায় নিজের কাজটা সহজ হয়ে গেছে বলে জানিয়েছেন সাইফউদ্দিন- ‘অবশ্যই মোস্তাফিজ আমরা জানি ওয়ার্ল্ড ক্লাস বোলার। আইপিএলে ভাল বোলিং করে এসেছে। এবং সফল হয়েছে। বোলিং পার্টনারশিপটা ইম্পরটেন্ট। অপর পাশ থেকে যদি একজন বোলার অ্যাটাকিং বোলিং করে,তাহলে আমার কাজটা সহজ হয়ে যায়।এটা অনেক ইম্পরটেন্ট। অপজিট সাইড থেকে যদি ওভারে ১০-১৫ রান হয়ে যায়,সেক্ষেত্রে আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়।ব্যাটসম্যানরা আমার উপর অ্যাটাক করতে পারে। মোস্তাফিজ অপর পাশ থেকে টাইট বোলিং করায় আমার কাজটা সহজ হয়েছে।’

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ