বাহরাইন করোনাভাইরাসের জন্য ‘রেড লিস্ট’ এ থাকা দেশগুলো থেকে ভ্রমণকারীদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করছে। ওই দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল। ২৪ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ-এ তথ্য জানানো হয়েছে।
তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে।
বিভিন্ন দেশ থেকে যারা বাহরাইনে যাচ্ছেন, তাদের সেখানে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এমনকি বাহরাইনের নাগরিকরা অন্য দেশ থেকে ফিরে এলে এ নিয়ম তাদের জন্যও প্রযোজ্য।