spot_img

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে আজ

অবশ্যই পরুন

আজ রোববার (২২ মে) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

ঘরের মাঠে খেলা হলেও স্বস্তিতে নেই টাইগাররা। এশিয়ান প্রতিপক্ষদের মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের।

দেখে নেয়া যাক শেষ পাঁচ ওয়ানডের ফলাফল-   

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৮ সালে এশিয়া কাপ সিরিজে ‘বি’ গ্রুপে লঙ্কানদের বিপক্ষে ১৩৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ১৪৪ রান হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম।

এরপর ২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কা পায় এক পয়েন্ট করে। একই বছর পরপর তিনবার মুখোমুখি দেখায় বড় ব্যবধানেই হেরেছে টাইগাররা।

তবে পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে থাকলেও আত্মবিশ্বাসী স্বাগতিকরা। এবার বাংলাদেশের সামনে সুযোগ প্রথম সিরিজ জয়ের।

সব ফরম্যাট মিলে শেষ ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। তবে এবার কুশল পেরেরার নেতৃত্বে আসা শ্রীলঙ্কা দলের বিপক্ষে সতর্ক হয়েই মাঠে নামবে তামিম-মুশফিকরা। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতেই হোয়াইট ওয়াশ করেছিল তামিম ইকবালের দল।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ