spot_img

এশীয়দের প্রতি বিদ্বেষ বন্ধে বিল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্টের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে এশীয় বিদ্বেষ ও তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে বিল স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

আইনটি কার্যকরে আইনপ্রণেতাদের ভূমিকার প্রশংসা করেন বাইডেন। বলেন, কংগ্রেসে এক হয়ে কাজ করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা।

এর আগে সিনেটে ৯৪-১ ভোটে আর প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে পাস হয়েছিল বিলটি। নতুন আইন অনুযায়ী এশিয় বিদ্বেষমূলক অপরাধের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে পারবে বিচার বিভাগ। ভুক্তভোগীরা সহজে অভিযোগ দায়ের করতে পারবে। গত বছর যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়ে যায় এশিয় বিদ্বেষমূলক সহিংসতা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এক শতকের বেশি সময় ধরে এশিয় আমেরিকান, হাওয়াই ও প্রশান্ত মহাসাগরীয় আদিবাসীরাসহ বিশ্বের নানা প্রান্তের মানুষ এই দেশকে গড়তে ভূমিকা রেখেছে। আজ আমি গর্বিত যুক্তরাষ্ট্র আর এদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা বিদ্বেষের বিরুদ্ধে আজ একসাথে দাঁড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ