spot_img

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৩৪ লাখ ৪৪ হাজার

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে আরও ১২ হাজার ৮শ’য়ের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। মহামারিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার।

একদিনে ৬ লাখ ৪৩ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। মোট আক্রান্ত ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজারের ওপর। ব্রাজিলে কমছেই না সংক্রমণ আর মৃত্যু। কোভিডে বৃহস্পতিবারও আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ৮৩ হাজারের ওপর।

যুক্তরাষ্ট্রে প্রকোপ কমলেও দৈনিক মৃত্যুর দিক থেকে এখনও তৃতীয় অবস্থানে দেশটি। ২৪ ঘণ্টায় ৬৫৪ জনের মৃত্যু হয়েছে সেখানে। এদিন ৫শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে কলম্বিয়ায়। আরেক লাতিন দেশ আর্জেন্টিনায় প্রাণ গেছে প্রায় সাড়ে ৪শ’ মানুষের।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ