spot_img

‘ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, তার দেশের তেল, ব্যাংক ও জাহাজ শিল্প খাত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ তথ্য জানিয়েছেন।

২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতিগোষ্ঠীর চুক্তি থেকে তিন বছর আগে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে এই চুক্তি করা হয়েছিল। চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে গত এপ্রিল থেকে ইরানের সঙ্গে আলোচনায় বসেছে বিশ্বের শক্তিধর দেশগুলোর কর্মকর্তারা। ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন, আলোচনায় সফলতা নিশ্চিত নয়। কারণ অনেক জটিল ইস্যুতে ঐক্যমত হওয়া প্রয়োজন।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘ভিয়েনার আলোচনা এখন ছোট ইস্যু। তারা ইরানের তেল ও জাহাজ খাত এবং কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তারা মেনে নিয়েছে।’

অবশ্য ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধান ইস্যুগুলোতে আরো আলোচনা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ