spot_img

ইসরাইলের বিরুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করলো হামাস

অবশ্যই পরুন

ইসরাইলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে সংগঠনটি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত বলেও উল্লেখ করেছে।

হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক বলেছেন, “নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছেন এবং হামাস বিজয় ঘোষণা করছে।” লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

তিনি বলেন, “আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি।” মুসা আবু মারজুকের মতে- হামাস এবং হিজবুল্লাহর পাল্টা জবাবের মুখে যুক্তরাষ্ট্র ইসরাইলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করেছে।

এর আগে গতকাল (বুধবার) সংঘর্ষ কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তার সামান্য আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইল-বিরোধী নিন্দা প্রস্তাব পাসে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মুসা আবু মারজুক বলেন, হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকার অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। তবে গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট ছুঁড়েছে।

নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী- গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি আগ্রাসনের জবাবে চার হাজার রকেট ছুঁড়েছে।

সর্বশেষ সংবাদ

আমুর আইনজীবীর ওপর হামলা সাজানো নাটক, দাবি পিপি’র

মহানগর দায়রা জজ আদালতে হয়রানির শিকার দাবি করা আইনজীবী স্বপন রায় চৌধুরীকে রাষ্ট্রপক্ষের কেউ এজলাস থেকে বের করেননি। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ