spot_img

ইসরাইলি রাষ্ট্রদূতকে জর্ডান থেকে বহিষ্কার করা হতে পারে

অবশ্যই পরুন

জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনেহ বলছেন, তার দেশ ইসরাইলি রাষ্ট্রদূতকে জর্ডান থেকে বহিষ্কার করতে পারে। এর আগে ইসরাইলি ও ফিলিস্তিনদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষিতে জর্ডানের সংসদ এ আহ্বান জানায়।

এদিকে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এ লড়াই যাতে বিপজ্জনকভাবে বেড়ে না যায় তার জন্য নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আশঙ্কা করছেন যে এ সঙ্কট বৃদ্ধি পেলে আরেক দফা ফিলিস্তিনি শরণার্থীরা জর্দানে আশ্রয় নিতে পারে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘ইসরাইলি ও ফিলিস্তিনি উভয়েরই অধিকার আছে সুরক্ষায় ও নিরাপদে বসবাস করার।’

জর্ডানের সাথে ইসরাইল ১৯৯৪ সালে শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং বহু বছর ধরেই জর্ডানে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা পাবার প্রধান সমর্থক। জেরুসালেমে ফিলিস্তিনি পরিবারদের জোর করে উৎখাত করা এবং গাজায় মারাত্মক বোমা হামলার পরিসমাপ্তি ঘটানোর দাবিতে দেশটিতে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ