লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ জাতীয় সংসদের এ চার শূন্য আসনে উপনির্বাচন হবে আগামী জুলাইয়ে। তবে ভোটের তফসিল এখনো চূড়ান্ত হয়নি।
২৪ মে নির্বাচন কমিশনের বৈঠকে সময়সূচি ঠিক করা হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভায় এই সিদ্ধান্ত হয়।
ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, শূন্য হওয়া জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন জুলাই মাসে অনুষ্ঠিত হবে। সংবিধানে একটি নির্দিষ্ট সময়ে সংসদীয় আসনের উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আগামী জুলাইয়ে এই চারটি আসনে নির্বাচন আয়োজন করা হবে। ২৪ মে কমিশন সভায় তারিখ ঠিক করা হবে।
ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি। ২৪ মে কমিশনের সভায় এ বিষয়ে আলোচনা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বেলা তিনটায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।