spot_img

প্রস্তুতি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন মোস্তাফিজ

অবশ্যই পরুন

আইপিএল চলাকালীন ছিলেন ম্যাচের মধ্যে। এরপর টুর্নামেন্ট স্থগিত। এরপর থেকে কোয়ারেন্টাইনের ঝামেলা। সময় কেটেছে হোটেলে। হালকা ফিটনেসের কাজ হলেও মাঠের অনুশীলন থেকে অনেক দূরে ছিলেন মোস্তাফিজুর রহমান। বুধবার থেকে জাতীয় দলের সাথে অনুশীলনে ফিরেছেন তিনি।

যদিও প্রথম দিন বৃষ্টি বাগড়ায় তেমন অনুশীলন হয়নি। বুধবার মিরপুরে বোলিং করেছেন কয়েক ওভার। সব মিলিয়ে লঙ্কানদের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে নিজের প্রস্তুতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন এই পেসার। সব কিছু অনেকটা নিয়তির উপর ছেড়ে দিয়েছেন তিনি।

অনুশীলন শেষে বুধবার গণমাধ্যমের সামনে কথা বলেন মোস্তাফিজ। যেখানে তিনি বলেন, ‘আইপিএলে থাকাকালীন আর আমাদের দেশে রুম কোয়ারেন্টিন দিয়ে প্রায় ২৫ দিনে একটা অনুশীলন (সেশন) আর একটা ম্যাচ খেলেছি। এখন জানি না (এইটুকুতে কী হবে), আমি আর সাকিব ভাই দুজনেই ওরকম ছিলাম। কালকে তো অনুশীলন করতে পারি নাই (বৃষ্টির কারণে), আজকে করলাম। আরো দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে কি হয়।’

প্রস্তুতি ঘাটতি কি তাহলে অনেক? ছোট কথায় জবাব, ‘অনেক।’ এবার আইপিএলে তাকে ‘ব্যাক অব দ্য হ্যান্ড’ ডেলিভারি দিতে দেখা গেছে কয়েকবার। শ্রীলঙ্কার বিপক্ষেও তেমনটি দেখা যাবে তো?

তিনি বলেন, ‘এদিকে ১৪ ওদিকে ৫। (ভারত ও বাংলাদেশ মিলিয়ে) টানা উনিশ দিন যদি কিছু না করি, রুমের ভেতর থাকি। টুকটাক যেগুলা করা যায় ওগুলা করে যদি প্রথম দিনেই কিছু ভাবি তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি, আজকে প্রথম সুযোগ পেলাম।’

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ