spot_img

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে

অবশ্যই পরুন

বিশ্বব্যাপী করোনার ছোবলের শুরু থেকেই বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যু দুই পরিসংখ্যানেই সবার ওপরে পশ্চিমা এই দেশটি। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় তিন কোটি ৩৭ লাখের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে মঙ্গলবার।

বুধবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সবশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন। এর মধ্যে মারা গেছে ছয় লাখ এক হাজার ৩৩০ জন। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৩২৭ জন।

দেশটিতে বর্তমানে করোনা বা কোভিড-১৯ রোগী রয়েছে ৫৯ লাখ ২০ হাজার ২৮৮ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ