spot_img

লেস্টারকে হারিয়ে টেবিলের তিনে চেলসি

অবশ্যই পরুন

করোনা ভীতি কাটিয়ে মঙ্গলবার প্রিমিয়ার লিগে ফিরল দর্শক। তাদের উৎসাহে যেন নতুন করে নিজেদের খুঁজে পেল চেলসি। শেষ পর্যন্ত সেটা ধরে রেখে লেস্টার সিটিকে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠেছে টমাস টুখেলের দল।

মঙ্গলবার ২-১ গোলে জিতেছে চেলসি। আন্টোনিও রুডিগার দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জর্জিনিয়ো। শেষ দিকে একটি গোল শোধ করেন কেলেচি ইহেনাচো।

জয়ের ধারায় ফিরতে মরিয়া চেলসি মঙ্গলবার শুরু থেকেই দারুণ খেলতে থাকে। স্ট্যামফোর্ড ব্রিজে বল দখলের পাশাপাশি আক্রমণেও ছিল স্বাগতিকদের একাধিপত্য। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি। খুব কাছ থেকে বল জালে পাঠান জার্মান ডিফেন্ডার রুডিগার। ৬৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। ভেরনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। এর ১০ মিনিট পর ব্যবধান কমান কেলেচি ইহেনাচো। এনডিডির পাস পেয়ে ঠাণ্ডা মাথায় গোলটি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এ ধারা ধরে রেখে জয় ছিনিয়ে নেয় দলটি। এর সঙ্গে সঙ্গে টেবিলের তিনেও পৌঁছে যায় টমাস টুখেলের দল।

এ জয়ে ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১০ ড্রয়ে তিনে ওঠা চেলসির পয়েন্ট ৬৭। চার নম্বরে নেমে যাওয়া লেস্টারের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।  ৩৭ ম্যাচে ২৬ জয় ও ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট আগেই শিরোপা নিশ্চিত করেছে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ