ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আট দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর তিনি এই সমর্থন ব্যক্ত করলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গতকাল সোমবার (১৭ মে) বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন বাইডেন। বাইডেন ও নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থন প্রকাশ করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিসরসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
যুদ্ধবিরতির পক্ষে বাইডেন তার সমর্থন ব্যক্ত করলেও গত রবিবার ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান সংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত আট দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬১ জন শিশু রয়েছে।