হারলেই শেষ হয়ে যেত শিরোপার আশা। তবে জিতে ওই আশা জিইয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় রোববার রাতে নাচোর গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে জিদান শিবির (১-০)।
একসাথে মাঠে নেমেছিল শিরোপা লড়াইয়ে থাকা তিন প্রতিদ্বন্দ্বী। সেল্টা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবে ওসাসুনার বিপক্ষে পিছিয়ে পড়েও অসাধারণ এক জয়ে শিরোপার কাছাকাছি সিমিওনে শিবির (২-১)।
৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৭৬ পয়েন্ট বার্সার, অবস্থান তৃতীয়। শেষ ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। তবে অ্যাটলেটিকো হারলে, অন্যদিকে নিজেদের ম্যাচে জিততে পারলে শিরোপা জিতবে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। যদিও গোলটি নিয়ে আছে বিতর্ক। কাসেমিরোর ক্রসে দাঁড়িয়ে থাকা নাচো ফার্নান্দেসের পায়ে লেগে জালে জড়ায়। অফসাইড পজিশনে থাকা বেনজেমা বলে পা লাগানোর চেষ্টা করেছিলেন, তবে ভিএআরে গোলের সিদ্ধান্ত বহাল থাকে।
একটু পর গোল খেতে বসেছিল রিয়ালও। ৮৩ মিনিটে মিকেল ভেসগার দারুণ হেড পোস্ট ঘেঁষে বাইরে গেলে সে যাত্রায় হাফ ছেড়ে বাঁচে রিয়াল। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন বিলবাওয়ের রাউল গার্সিয়া। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
লিগের শেষ রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল ভায়াডোলিড। রিয়াল খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।