ঈদ উপলক্ষ্যে গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশের ১ কোটির বেশি মোবাইল গ্রাহক ঢাকা থেকে বাইরের জেলাগুলোতে গিয়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
রোববার রাতে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, ঈদের পর ঢাকায় ফিরেছে ৪ লাখের বেশি গ্রাহক।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৬৯৭ জন গ্রাহক ঢাকার বাইরে গিয়েছেন। আর গতকাল শনিবার একদিনে ঢাকায় ফিরেছে ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন গ্রাহক।
বিশাল জনগোষ্ঠীর এভাবে বাড়ি যাওয়ায় করোনাভাইরাসে সংক্রমণের শঙ্কা প্রকাশ করে ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ঈদের নামে কতোজন কি নিয়ে বাড়ি গেছেন আর কতোজন কি নিয়ে ফেরৎ আসছেন তা ভবিষ্যতই বলতে পারবে। আল্লাহ রহম করো।”