ব্রিটেন এবং ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের পৃথক দুটি ধরনের সংক্রমণ ঠেকাতে ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্সের (আইসিএমআর) যৌথভাবে তৈরি টিকা ‘কোভ্যাক্সিন’ কার্যকর বলে দাবি করেছে ভারত বায়োটেক।
ব্রিটেনে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক ধরনটি ‘বি১১৭’ নামে পরিচিত। ভারতে প্রকোপ ছড়ানোর জন্য ‘বি১৬১৭’ ও ‘ডি৬১৪জি’ ধরনগুলো ইউরোপসহ গোটা বিশ্বজুড়ে সংক্রমণের বিস্তার ছড়িয়েছে। এ নিয়ে দেশে দেশে দেখা দিয়েছে চরম উদ্বেগ।
ভারত বায়োটেক রোববার জানিয়েছে, করোনাভাইরাসের ‘ডি৬১৪জি’ ধরনের ওপর কোভ্যাক্সিন যতটা কার্যকর, তার তুলনায় ‘বি১৬১৭’ ধরনটির ক্ষেত্রে কার্যকারিতার হার অবশ্য সামান্য কিছু কম। কিন্তু তা প্রত্যাশার তুলনায় অনেকটাই বেশি দাবি করছে সংস্থাটি।
এ নিয়ে টুইটারে মেডিকেল জার্নাল ‘ক্লিনিক্যাল ইনফেকসস ডিজিজ’র একটি প্রতিবেদন তুলে ধরেন ভারত বায়োটেকের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা এলা। জানা গেছে, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি’ এবং আইসিএমআর যৌথভাবে তা পরীক্ষা করেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্র তথা বিশ্বের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসিও বলেছেন, ভারতে তৈরি কোভ্যাক্সিন ‘বি১৬১৭’ নামক করোনাভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’ ধরনটিকে রুখে দিতে সক্ষম।