spot_img

দেশে করোনায় আরও ২২ জনের প্রাণহানি, শনাক্ত ২৬১, সুস্থ ৯৬৪ জন

অবশ্যই পরুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ১২৪ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬.৯৫ শতাংশ। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৫৮টি।

শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৬১ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

সর্বশেষ সংবাদ

ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি তরুণী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে ভারত থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ