করোনা পরিস্থিতি মোকাবেলায় টিকার উৎপাদন বাড়ানোর আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারতে দৈনিক প্রায় চার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। যদিও সংক্রমণের হার গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ভারতে করোনা পরিস্থিতির ভয়ঙ্কর পরিণতির জন্য ধর্মীয় ও রাজনৈতিক জনসমাবেশকেই দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে গেলো দিনে ৪ হাজার ১২৬ জনসহ মোট মৃত্যু ২ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে।
একদিনে ৩ লাখ ৬২ হাজারসহ মোট আক্রান্ত ২ কোটি ৩৭ লাখের বেশি। এদিকে, বিশ্বে একদিনে সাড়ে ৭ লাখসহ মোট আক্রান্ত ১৬ কোটি ছাড়িয়েছে। গেলো দিনে সাড়ে ১৩ হাজারসহ মোট মৃত্যু ৩৩ লাখ ৪৫ হাজারের বেশি। করোনা পরিস্থিতি মোকাবেলায় টিকার উৎপাদন বাড়ানোর আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।