spot_img

ইসরায়েলের হামলা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বললেন

অবশ্যই পরুন

 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হামাস-ইসরায়েল সংঘাতের জরুরিভিত্তিতে প্রশমন দেখতে চান। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের তিনি বলেন, নিশ্চিতভাবে, যা ঘটছে তা দেখে আমরা বেজায় দুঃখিত। প্রতিশোধের ধারণা ও সহিংসতার চক্রের অবসান হওয়া গুরুত্বপূর্ণ।জরুরিভিত্তিতে আমরা উত্তেজনার প্রশমন দেখতে চাই।-খবর আলজাজিরা।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি রক্তক্ষয়ী হামলার মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেকটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু দখলদার দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বুধবারের (১২ মে) এ বৈঠক থেকে কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।

কূটনীতিকদের বরাতে ফ্রান্স টোয়েন্টিফোর ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। হামাস-ইসরায়েল উত্তেজনা নিরসনে একটি যৌথ ঘোষণার পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টিই একমত হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, উদ্বেগ দেখানোর জন্য নিরাপত্তা পরিষদের বৈঠককেই যথেষ্ট বলে মনে করছে যুক্তরাষ্ট্র। কোনো বিবৃতিতে উত্তেজনা কমবে বলে তারা মনে করে না।

আরেকটি সূত্র জানায়, উত্তেজনা কমিয়ে আনতে নেপথ্যে থেকে সবপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় নিরাপত্তা পরিষদের বিবৃতি বিপরীত ফল নিয়ে আসতে পারে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্থনি ব্লিংকিন বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে মধ্যপ্রাচ্য সফরে যাবেন একজন মার্কিন দূত।

ইউরোপের চার দেশ নরওয়ে, ইস্তোনিয়া, ফ্রান্স ও আয়ারল্যান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে গাজা থেকে হামাসের রকেট হামলার নিন্দা জানাচ্ছি। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তাৎক্ষণিকভাবে তা বন্ধ করতে হবে।

‘গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের প্রাণহানি এবং গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলে হতাহত—দুটোই হতাশাজনক ও অগ্রহণযোগ্য।’

বিবৃতিতে ওই চার দেশ আরও জানায়, আমরা পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনে অবৈধ বসতিস্থাপন, ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিষ্পত্তিতে কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা নিষ্পত্তি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ