করোনা মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি।
গত ২৪ ঘণ্টায় সংক্রমিত শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি। এই সময়ের মধ্যে প্রাণ গেছে আরও ১৩ হাজার ৩শর বেশি মানুষের। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়ালো ৩৩ লাখ ৩০ হাজারের বেশি।
ব্রাজিলে এখনও নিয়ন্ত্রণহীন করোনায় সংক্রমণ আর মৃত্যু। দেশটিতে মঙ্গলবার প্রাণ গেছে ২ হাজার ২৭৫ জনের। ৭১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে আরও ৭৪৩ জনের। নতুন সংক্রমিত প্রায় ৩৫ হাজার। প্রায় ৫শ মানুষের মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। কলম্বিয়ায় একদিনে প্রাণহানি সাড়ে ৪শর কাছাকাছি।