spot_img

ভারতে একদিনে ৪ হাজারের বেশি প্রাণ নিলো করোনা

অবশ্যই পরুন

করোনায় আবারও দৈনিক ৪ হাজারের বেশি মৃত্যু দেখলো ভারত। ২৪ ঘণ্টায় ৪ লাখ ৯ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস।

দেশটিতে সংক্রমিত শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ। স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে জানানো হয়, মে মাসের প্রথম সপ্তাহে হরিয়ানা, অরুণাচল ও রাজস্থানের ১৫টি জেলায় করোনা পজিটিভ শনাক্তের হার ৫০ শতাংশের বেশি।

পরিসংখ্যানে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে অরুণাচলের চাংলাং জেলায়। সেখানে চলতি মে মাসের প্রথম ৭ দিনে সংক্রমণ শনাক্তের হার ৯১ দশমিক ৫ শতাংশ। দেশটির মোট ৩০১ জেলায় সংক্রমণ শনাক্তের হার ২০ শতাংশের ওপর।

ভারতে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৪২ হাজার। আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ