করোনায় আক্রান্ত কঙ্গনা

অবশ্যই পরুন

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ৮ মে, শনিবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, হিমাচলে নিজের বাড়িতে যাওয়ার জন্য নিয়ম মাফিক করোনা পরীক্ষা করিয়েছেন কঙ্গনা। শুক্রবার পরীক্ষার পর শনিবার সেটার ফল আসে এবং তা পজিটিভ।

করোনায় আক্রান্ত হয়েও এটাকে গুরুতর কিছু মনে করছেন না কঙ্গনা। তিনি বলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা হালকা জ্বরে ভুগছেন। সঙ্গে চোখ জ্বালাও আছে। বর্তমানে তিনি বাসাতেই আইসোলেটেড হয়ে আছেন। এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

এদিকে করোনা পজিটিভ হওয়ার খবর দেওয়ার সঙ্গে কঙ্গনা এ কথাও জানিয়ে দিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি। মানুষকে তার উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের’।

সর্বশেষ সংবাদ

হেফাজতের সমাবেশে গণহত্যা : হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ