ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। চীনের অনুমোদনহীন সিনোফার্মের টিকা নেয়ায় দেশবাসীর তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইলেন তিনি। চীনা দূতাবাসের দান করা এক হাজার টিকা ফেরতও পাঠিয়েছেন তিনি।
বুধবার এক বক্তব্যে দুতার্তে জানিয়েছেন, সিনোফার্মের টিকা নিয়ে তিনি ভুল পথে হেঁটেছেন। আর এজন্যই ক্ষমা চেয়েছেন তিনি। দেশবাসীকে তার পথ অনুসরণ করতেও নিষেধ করেছেন প্রেসিডেন্ট। এছাড়া সিনোফার্মের টিকা বিপদজ্জনক বলেও আশঙ্কা করেছেন তিনি।
আগামী সপ্তাহে চীনের দুই টিকা সিনোফার্ম ও সিনোভ্যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে। তবে ফিলপাইনে শুধু অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকাই মানবদেহে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ফিলিপাইন অন্যতম। নয় কোটি ৮৬ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত দশ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ৮০০।