spot_img

ঈদের আগেই টিকা দিতে চায় চীন: পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

ঈদুল ফিতরের আগেই চীনে উৎপাদিত করোনার টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (০৪ মে) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে।

ড. মোমেন জানান, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী। চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এই ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে।

এছাড়া টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সোমবার (০৩ মে) স্বাস্থমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছিলেন ১০ মে’র মধ্যে চীন থেকে টিকা বাংলাদেশে পৌঁছাবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। মূলত, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ