spot_img

যুক্তরাষ্ট্রে ক্যাসিনোয় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ২

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের উইসকনসিন ক্যাসিনোতে গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ দুই জন নিহত হয়েছেন।  শনিবার (১ মে) রাতে উইসকনসিনের গ্রিন বে’র রেডিসন হোটেলের ক্যাসিনোতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, ক্যাসিনোটির এক রেস্ট্রুরেন্টকর্মীর সঙ্গে হামলাকারীর ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না। তাকে হত্যা করার জন্যেই এই হামলা।  কিন্তু ঘটনার সময় সে উপস্থিত না থাকায় হামলাকারীর গুলিতে অন্যরা গুলিবিদ্ধ হন। গুরুতর আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রাউন কাউন্টি শেরিফের লে. কেভিন পাভালক বলেছেন, ‘তদন্তকারীরা বিশ্বাস করেন যে, বন্দুকধারী কোনো নির্দিষ্ট এক ব্যক্তির সন্ধান করছিলেন যার ওপর তিনি রাগান্বিত ছিলেন। বন্দুকধারী বা গুলিবিদ্ধদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় এলাকায় বিশৃঙ্খলা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বন্দুক হামলা কমাতে অস্ত্র আইনের পরিবর্তন আনার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ