ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে ব্যাট করছে বাংলাদেশ। দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেছেন লিটন দাস। প্রবীন জয়াবিক্রমার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন দিনের তৃতীয় ওভারেই। ফলে পরাজয়ের শঙ্কাটা এখন প্রকট হয়েই ধরা দিচ্ছে বাংলাদেশ শিবিরে। ৪৬ বল খেলে ১৭ রান করেন লিটন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ২০৫ রান করেছে বাংলাদেশ। মিরাজ ২৫ ও তাইজুল ইসলাম ২ রানে ব্যাট করছেন। জয়ের জন্য টাইগারদের দরকার আরও ২৩২ রান। শ্রীলঙ্কার প্রয়োজন ৪ উইকেট।
লঙ্কানদের দেওয়া ৪৩৭ রানের পাড়ার সমন টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৭ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে, বাংলাদেশ।
তামিম ইকবাল আউট হন ২৬ বলে ২৪ রান তুলে। এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট হারায়, মুমিনুলবাহিনী। সাইফ ৩৪, শান্ত ২৬, মুমিনুল ৩২ ও মুশফিক করেন, ৪০ রান। শেষ দিকে আলোক স্বল্পতায় আর শুরু হয়নি চতুর্থ দিনের খেলা।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নেন তাইজুল ইসলাম।