spot_img

বিশ্বজুড়ে করোনায় থেকে মোট সুস্থ ১৩ কোটি ছাড়ালো

অবশ্যই পরুন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ হাজার মানুষের। এছাড়া মোট প্রাণহানি ৩২ লাখ ১৬ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৩৫ লাখের মতো। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ১৩ কোটির বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩২ লাখ ১৬ হাজার ২১৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫ কোটি ৩৪ লাখ ৮১ হাজার ৬১৩ জন মানুষ।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৩ কোটি ৭ লাখ ৯১ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ