দ্বিতীয় বিভাগের ক্লাব হোলস্টেইন কিয়েলকে ৫-০ গোলে হারিয়ে শনিবার জার্মান কাপের ফাইনালে পৌঁছেছে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচে ক্লাবের শীর্ষ গোলদাতা আর্লিং হ্যালান্ডকে সাইডলাইনে বসিয়ে রেখেছিলেন ডর্টমুন্ড কোচ।
উরুর ইনজুরিতে থাকা হ্যালান্ড সিগনাল ইন্দুনা পার্কের ম্যাচটিতে সাইডলাইনে বসেই উপভোগ করেছেন জিওভান্নি রায়ানদের কীর্তি। দলের হয়ে প্রথম গোল দুটি করেছেন রায়ান। এতেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় ডর্টমুন্ডের।
আগামী ১৩ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাপের ফাইনাল। সেখানে তাদের প্রতিপক্ষ আরবি লিপজিগ।
গত শুক্রবার ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে ফাইনালের টিকিট লাভ করেছে ক্লাবটি।
১৬ মিনিটে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন তিনি। ২৩ মিনিটে তিনি ফের গোল করলে ২-০ ব্যবধানে পৌঁছে যায় ডর্টমুন্ড। এরপর ২৬ মিনিটে অধিনায়ক মার্কো রিউস, ৩২ মিনিটে থরগান হ্যাজার্ড ও ৪২ মিনিটে জুড বেলিংহ্যাম গোল করলে বিরতিতে যাবার আগেই ৫-০ গোলের বিশাল ব্যবধান রচনা করে ডর্টমুন্ড।
খেলা শেষে অধিনায়ক রিউস বলেন, গোলমুখে আমরা খুবই ধারাবাহিক ছিলাম। প্রায় প্রতিটি শটেই গোল হয়েছে। ফাইনালে পৌঁছাতে পেরে আমরা খুবই আনন্দিত।