spot_img

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থার হুমকি তালেবানের

অবশ্যই পরুন

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে যুক্তরাষ্ট্র গত বছর স্বাক্ষরিত দোহা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। চুক্তিভঙ্গের অভিযোগে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে সংগঠনটি।

শনিবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী প্রত্যাহারে সর্বসম্মতি ভিত্তিতে নির্ধারিত ১ মের সময়সীমা লঙ্ঘনে ইসলামি আমিরাত আফগানিস্তানের (তালেবান) জন্য দখলদার বাহিনীর বিরুদ্ধে সব ধরনের পাল্টা ব্যবস্থা নেয়ার পথ খুলে গিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, তালেবান এখন তাদের নেতৃত্বের এই বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষা করছে।

এদিকে বৃহস্পতিবার থেকেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর জানানো হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবান আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘ আলোচনার পর কাতারের রাজধানী দোহাতে এক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। চুক্তির অধীনে তালেবান সহিংসতা ছেড়ে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় অংশ গ্রহণে সম্মত হয়। বিনিময়ে দেশটি থেকে যুক্তরাষ্ট্রসহ সকল বিদেশী বাহিনীকে এই বছর ১ মে সময়সীমায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে গত ১৪ এপ্রিল হোয়াইট হাউজে এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে এই সময়সীমা ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি বোমা নিক্ষেপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ