spot_img

হার্ভাটজ নৈপুণ্যে জিতল চেলসি

অবশ্যই পরুন

ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে দারুণ খেললেন কাই হার্ভাটজ। দুই অর্ধের শুরুতে গোল করেন তিনি। শেষ পর্যন্ত এই জার্মান মিডফিল্ডারের নৈপুণ্যে ফুলহ্যামকে হারিয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান মজবুত করল চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ২-০ গোলে জিতেছে চেলসি। এরআগে চলতি প্রিমিয়ার লিগে দুই দলের প্রথম দেখায় ফুলহ্যামের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল চেলসি।

শনিবার ঘরের মাঠে চেলসির এগিয়ে যেতে খুব একটা সময় লাগেনি। দশম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে বাড়ান ম্যাসন মাউন্ট। বাঁ পায়ের শটে বাকিটা সারেন হার্ভাটজ। ছয় মিনিট পর এ তারকা ফের বল জড়ান জালে। কিন্তু সে সময় রেফারির অফসাইডের বাঁশির কারণে গোল হয়নি। এদিকে ৩৯তম মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েও গোলরক্ষক বরাবর শট মারেন হাকিম জিয়াশ।

বিরতির পর ব্যবধান বাড়ান হার্ভাটজ। টিমো ভেরনারকে ডি-বক্সের সামনে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। স্বদেশি ফরোয়ার্ডের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে। বাকি সময়ে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ৭৪তম মিনিটে কাছ থেকে ভেরনারের শট প্রতিহত হয় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে।

এ জয়ে ৬১ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে ফুলহ্যাম। ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনে লেস্টার সিটি। দলটির পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৩।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ