spot_img

শ্রমজীবী মানুষের হাতেই দেশের অর্থনীতি : শ্রম প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমজীবী মানুষের হাতেই দেশের অর্থনীতি শক্তিশালী হয়। এজন্য শ্রমিকদের যেকোনো সংকটে তাদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (১ মে) মে দিবস উপলক্ষে খুলনায় করোনায় কর্মহীন ৫০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মানবিক সহায়তার মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, তেল, সবজি ও মুরগির মাংস।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে করোনায় কর্মহীনদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এ সময় নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সবাইকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, খুলনা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।

এর আগে দুপুরে শহিদ হাদিস পার্কে কর্মহীন শ্রমিকদের মাঝে চাল, ডাল, সেমাই ও চিনি বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ ত্রাণ বিতরণের আয়োজন করে মহানগর ও জেলা জাতীয় শ্রমিক লীগ।

এসময় কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড্যাভোকেট সুজিত অধিকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি বি এম জাফর, যুবলীগের আহবায়ক মো. শফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ সংবাদ

ল্যাটিন আমেরিকায় বন্দর চালু করলো চীন, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিশ্ব এখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপনের দিকে নজর রাখছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ