spot_img

করোনা মোকাবিলায় দিল্লির আর্থিক সহায়তা

অবশ্যই পরুন

রাজস্থান রয়্যালসের পর ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরেক ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

করোনা আক্রান্তদের সাহায্যে ৭.৫ কোটি রুপি প্রদান করে রাজস্থান রয়্যালস। রাজস্থানের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে অক্সিজেন জোগানের জন্যই সহায়তা করা।

এক বিবৃতিতে দিল্লির পক্ষ থেকে বলা হয়, ‘জিন্দাল স্টিল ও জিএমআর ফাউন্ডেশনের পক্ষ থেকে দিল্লির দুই স্বেচ্ছাসেবী সংস্থা উদয় ফাউন্ডেশন ও হেমকুন্ত ফাউন্ডেশনের হাতে ১ দশমিক ৫ কোটি রুপি তুলে দিলো দিল্লি ক্যাপিটালস। এই অর্থ প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন ও কোভিড রোগিদের সাহায্যে ব্যবহার করা হবে’।

সর্বশেষ সংবাদ

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ