spot_img

শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো দিন: জিএম কাদের

অবশ্যই পরুন

শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘মহামারি করোনাকালে খেটে- খাওয়া শ্রমজীবী মানুষের প্রতি সবাই সদয় থাকুন। রমজান এবং ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করুন। যেকোনও ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাদের।

শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো মহান মে দিবস (১ মে) উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘মহান মে দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। মে দিবস শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।’ তিনি বলেন, ‘যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়।’

সর্বশেষ সংবাদ

২০২৫ সাল নাগাদ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে: পরিবেশ উপদেষ্টা

২০২৫ সাল নাগাদ সক সরকারি নির্মাণকাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ