spot_img

বাইডেন আমেরিকাকে একতাবদ্ধ করতে ব্যর্থ : রিপাবলিকান নেতা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ও সেনেট সদস্য টম স্কট বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন দেশকে একতাবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন। তার অবকাঠামোগত ব্যয়ের প্রস্তাব আর শিক্ষা ও পরিবারের জন্য নতুন ঘোষিত বরাদ্দ দেশকে আরো বিচ্ছিন্ন করছে। বুধবার রাতে কংগ্রেসে যৌথ-অধিবেশনে ডেমক্রেটিক প্রেসিডেন্ট বাইডেনের ভাষণ প্রসঙ্গে রিপাবলিকান হিসেবে স্কট এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘অন্তঃসারশূন্য উক্তির চাইতে আরো বেশি কিছু চায় আমাদের দেশ।’

বাইডেন ভাষণের একটি অংশে করোনাভাইরাস মহামারী মোকাবিলায় বিশেষত তার প্রশাসনের প্রত্যাশারও বাইরে বেশি লোককে এ পর্যন্ত টিকা দেয়ার অগ্রগতির কথা বলেন। তবে স্কট টিকা কর্মসূচি তরান্বিত করার জন্য ট্রাম্প প্রশাসনের কর্মসূচির প্রশংসা করে বলেন, বাইডেন উত্তরাধিকার সূত্রেই এ ব্যাপারে একটি সফল উদ্যোগ পেয়েছিলেন।

স্কট হচ্ছেন সেনেটে এক মাত্র রিপাবলিকান কৃষ্ণাঙ্গ সদস্য।

সূত্র : ভয়েস অব আমেরিকা

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ