spot_img

বিশ্বে করোনা থেকে সুস্থ ১২ কোটি ৮৩ লাখের বেশি মানুষ

অবশ্যই পরুন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩১ লাখ ৬৪ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ২ লাখের বেশি। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ১২ কোটি ৮৩ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩১ লাখ ৬৪ হাজার ১৭০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫ কোটি ২ লাখ ৪২ হাজার ৬২৮ জন মানুষ।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ