spot_img

করোনায় দৈনিক প্রাণহানি সাড়ে তিন হাজার ছাড়ালো ভারতে

অবশ্যই পরুন

করোনাভাইরাসে দৈনিক মৃত্যু-সংক্রমণের রেকর্ড ভেঙেই চলেছে ভারত। গতকাল বুধবার (২৮ এপ্রিল) ৩ হাজার ৬৪৭ জন প্রাণ হারিয়েছে মহামারির প্রকোপে। নতুনভাবে তিন লাখ ৮০ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে এদিনে।

দৈনিক মৃত্যু-সংক্রমণ তালিকার শীর্ষে ছিলো মহারাষ্ট্র। দিনে প্রথমবারের মতো হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো রাজ্যটি; রোগী শনাক্ত ৬৩ হাজারের ওপর।

বিস্তারের দিক থেকে উত্তর প্রদেশের পরই রয়েছে রাজধানী নয়াদিল্লি। বুধবারও নয়াদিল্লিতে ২৬ হাজারের বেশি মানুষের দেহে মেলে ভাইরাসটি। এছাড়া ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দিনে ২০-৩৫ হাজারের ওপর সংক্রমিত হয়েছে।

এদিকে, ১ মে থেকে ভারতে ১৮ বছরের বেশি বয়সীরা নিতে পারবেন করোনার ভ্যাকসিন। ভ্যাকসিনের জন্য ‘কো-উইন’ নামের সাইটে নিবন্ধন করেছে প্রায় দেড় কোটির নাগরিক। মিনিটে ২৭ লাখ হিট হচ্ছে সাইটটিতে।

মহামারিতে ভারতে মোট প্রাণহানি প্রায় দু’লাখ ৫ হাজার; সংক্রমিত এক কোটি ৮৩ লাখের ওপর।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ