spot_img

ব্যালন ডি’অর নয়, নেইমারের ভাবনায় চ্যাম্পিয়নস লিগ

অবশ্যই পরুন

গত বছর শিরোপা ছোঁয়ার খুব কাছে যেয়েও পারেনি পিএসজি। তবে এক বছর পর আবারও এসেছে সুযোগ। ফরাসি জায়ান্টরা ফের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার পথে। এবার সেমিফাইনালে তাদের সামনে বাধা ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে শেষ চারের প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে সিটিজেনদের আতিথেয়তা দেবে ফরাসি চ্যাম্পিয়নরা। আপাতত এ টুর্নামেন্ট নিয়েই ভাবছেন নেইমার।

চ্যাম্পিয়নস লিগের সঙ্গে কি নিজের হাত ব্যালন ডি’অর জয়ে রাঙাতে পারবেন নেইমার? ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির পাশাপাশি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে যার নাম উঠে আসে, তিনি নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টারের হাতে একবারও ওঠেনি ইউরোপের বর্ষসেরা ফুটবলারের শিরোপা।

অবশ্য এসব নিয়ে ভাবেনও না নেইমার। এ ব্যাপারে নেইমার বলেন, ‘পিএসজি যেভাবে এই মৌসুমে খেলছে তাতে আমি খুশি। এমনকি আমি ব্যালন ডি’অর নিয়েও মাথা ঘামাই না। এটা এমন কিছু নয় যে, ভাবতে হবে। অনেক আগে থেকে এসব নিয়ে চিন্তা আমি বাদ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যি, এসব কেয়ার করি না। আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। এটাই আমার জীবন-ক্যারিয়ার পাল্টে দেবে। যখন বুড়ো হবো, তখন পেছনে ফিরে তাকিয়ে দেখব, আমি এক, দুই, তিন বা তারও বেশি চ্যাম্পিয়নস লিগ জিতেছি। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।’

সর্বশেষ সংবাদ

বিভক্ত হলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে: জামায়াত আমির

দেশের মানুষ ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ