spot_img

আরবদের ওপর বর্ণবাদী নির্যাতন চালাচ্ছে ইসরাইল : হিউম্যান রাইট ওয়াচ

অবশ্যই পরুন

ইসরাইল তার রাষ্ট্রের মধ্যে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরবদের ওপর রাষ্ট্রীয়ভাবে বর্ণবাদ প্রয়োগ করছে এবং নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

এক নতুন রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইসরাইল একটি নীতিমালা গ্রহণ করেছে যেখানে তার নাগরিক হলেও ফিলিস্তিনিদের ওপর ইহুদিদের প্রাধান্য দেয়া হয়েছে।

রাষ্ট্র যখন আনুষ্ঠানিকভাবে জাতিগত বিভেদকে অনুমোদন করে তা বর্ণবাদ হিসেবে বিবেচিত হয় এবং একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয় হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টকে প্রত্যাখ্যান করে বলেছে অভিযোগগুলো উদ্ভট এবং বানোয়াট।

হিউম্যান রাইটস ওয়াচ ২১৩-পৃষ্ঠার ওই রিপোর্টে তুলে ধরেছে কীভাবে সুপরিকল্পিতভাবে ইসরাইলের দখলকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালাচ্ছে।

এর মধ্যে রয়েছে, ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেয়া, তাদের বাড়ি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা, তাদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা ইত্যাদি।

হাজার হাজার ফিলিস্তিনি যারা বিভিন্ন দেশে শরণার্থীর জীবনযাপন করছেন তাদের দেশে ফিরতে দেয়া হচ্ছে না বলেও রিপোর্টে তুলে ধরা হয়েছে।

ইসরাইলে সংখ্যালঘু আরবদের সংখ্যা মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগের কিছুটা ওপরে।এর বাইরে ইসরাইলের দখলকৃত ওয়েস্ট ব্যাংকে রয়েছেন ২৫ লাখ ফিলিস্তিনি।

ইসরাইলের অধিকৃত পূর্ব জেরুজালেমে বসবাস করেন সাড়ে তিন লাখ ফিলিস্তিনি। আর গাজা ভূখণ্ড, যেটিও ইসরাইলের দখলে, সেখানে ১৯ লাখ ফিলিস্তিনির বাস।

হিউম্যান রাইটস ওয়াচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সরকারের বর্ণবাদী আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে দেখার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে।

এ ব্যাপারে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন করার জন্যও মানবাধিকার সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালদের প্রধান কৌঁসুলি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের ওপর আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।

তবে ইসরাইল সরকার বলছে, তাদের ওপর ওই আদালতের কোনো এখতিয়ার নেই এবং তারা তদন্তে সহযোগিতা করবে না।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ