spot_img

স্পেন উপকূলে ১৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

অবশ্যই পরুন

আফ্রিকা থেকে সমুদ্র পেরিয়ে ক্যানারি আইল্যান্ডে পৌঁছাতে গিয়ে মৃত্যু হলো ১৭ অভিবাসন প্রত্যাশীর। এতে এখন পর্যন্ত তিনজন বেঁচে ফিরেছেন। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর রয়টার্সের।

সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ক্যানারি আইল্যান্ডের কাছে নৌকাটিকে প্রথম দেখেন স্পেনের এয়ার ফোর্সের বিমানের পাইলট। এরপর তিনি খবর দিলে স্পেনের কোস্ট গার্ড সেখানে অভিযান চালায়। তখন নৌকা থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। যদিও সেখানে দুইজন পুরুষ ও একজন নারী বেঁচে ছিলেন। তাদের সামরিক হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্পেনের সরকারি মুখপাত্র জানিয়েছেন, সকলেই আফ্রিকা থেকে আসছিলেন। কেন তারা এভাবে ঝুঁকি নিয়ে আসছিলেন, তা জানা যায়নি।

আফ্রিকা থেকে অ্যাটলান্টিক পেরিয়ে ক্যানারি আইল্যান্ডে অভিবাসীদের আসা আগের থেকে অনেক বেড়েছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এখানে তিন হাজার ৪০০ জন এসেছেন। দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এই মাসের গোড়ায় নৌকায় করে আসতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। ওই নৌকায় ২৩ জন অভিবাসী ছিলেন।

সর্বশেষ সংবাদ

উন্মোচিত হলো ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি

উন্মোচিত হলো নতুন মোড়কে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি। আধুনিক ডিজাইন, নান্দনিকতা, এবং বৈশ্বিক ঐক্য এই তিন বিষয়কে উপজীব্য করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ