ব্রাজিলে করোনা পরিস্থিতি আবার ভয়াবহ। প্রতিদিন সংক্রমিত হচ্ছেন ৫৮ হাজারের বেশি মানুষ, করোনায় মৃতের সংখ্যাও ২৫০০ ছাড়াচ্ছে নিয়মিত। এ পরিস্থিতিতে কম বয়সী নারীদের অন্তঃসত্ত্বা না হওয়ার অনুরোধ জানালো ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ।
এ মুহূর্তে করোনাভাইরাসের দু’টি ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে ব্রাজিলে। ফলে দক্ষিণ আমেরিকার দেশটিতে সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে৷
মৃতদের মধ্যে অন্তঃসত্ত্বা মায়েদের সংখ্যাও কম নয়। ২০২১ সালের প্রথম চার মাসে সন্তান সম্ভব্যদের শতকরা ২২ দশমিক দু’ভাগ মারা গেছেন করোনায় সংক্রমিত হয়ে।
অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে ব্রাজিলের চিকিৎসা ব্যবস্থাও প্রায় ভেঙে পড়ার দশা। অন্তঃসত্ত্বাদের বা সদ্য মা হওয়া নারী ও তার শিশু সন্তানের সুচিকিৎসা দেয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে ব্রাজিলের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মন্তব্য করেছেন। তিনি এক বিবৃতিতে নারীদের বলেছেন, ‘(করোনা) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সম্ভব হলে অন্তঃসত্ত্বা হওয়ার পরিকল্পনা স্থগিত রাখুন।’
একটু বেশি বয়সী নারীরা এক বছর অপেক্ষা করলে তাদের সন্তান জন্ম দেয়ায় সমস্যা হতে পারে ভেবে বিবৃতিতে স্বাস্থ্য সচিব আরো বলেন, ‘এ অনুরোধ আমরা অবশ্যই ৪২-৪৩ বছর বয়সীদের করতে পারি না, তবে কম বয়সীরা চাইলে একটু অপেক্ষা করতেই পারেন।’
সূত্র : ডয়চে ভেলে